জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানার কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
আজ শুক্রবার সংগঠনের আহবায়ক অধ্যাপক এ এ মামুন এবং সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪৭ জন শিক্ষকের নাম উল্লেখ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার মাধ্যমে তিনি (অধ্যাপক শামীমা সুলতানা) দেশের আইন ও রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। অধ্যাপক শামীমা সুলতানা মন্ত্রীপরিষদ বিভাগ ২০০২ সালের ২৭ মার্চের 'সরকারী অফিস আদালত ও প্রতিষ্ঠানসমূহে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টানানোর পরিপত্রটি লঙ্ঘন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। তিনি শুধু প্রতিকৃতি নামিয়েই ফেলেননি অধিকন্তু প্রতিকৃতি নামিয়ে অফিসে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বক্তব্যে তিনি সরকার প্রধানকে 'খুনি' হিসেবে আখ্যায়িত করেছেন, যা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয়। একই সঙ্গে আমরা আরও জানাতে চাই যে, তিনি বাংলা বিভাগের সভাপতির কক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্থাপিত প্রতিকৃতি টানানোর স্থান থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছেন। সভাপতির কক্ষটি তার ব্যক্তিগত কক্ষ নয় এবং তিনি এককভাবে প্রধানমন্ত্রীর ছবি সরানোর মতো হটকারী সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা তাঁর এই হীন ও গর্হিত কাজে জড়িত থাকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।'
যেসব শিক্ষক নিন্দা জানালেন: অধ্যাপক মো. আরজু মিয়া, অধ্যাপক অসিত বরণ পাল, অধ্যাপক পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক মোঃ লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক কৌশিক সাহা, অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পী, অধ্যাপক হারুন অর রশীদ খান, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, অধ্যাপক সাজেদা বেগম, অধ্যাপক মো. শাহেদুর রশিদ, অধ্যাপক মো. নুহু আলম, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক তপন কুমার সাহা, অধ্যাপক মোহা. মুজিবুর রহমান, অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক আকবার হোসেন, অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু, অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম, অধ্যাপক মো. হাসিবুর রহমান, অধ্যাপক মো. আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক গোলাম মইনুদ্দিন, অধ্যাপক মো. খালিদ কুদ্দুস, অধ্যাপক মো. এমদাদুল হক, অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান, অধ্যাপক মোহা, সাবির হোসেন, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক এম শামীম কায়সার, অধ্যাপক মো. রেজাউল ইসলাম, অধ্যাপক জেসমিন আখতার, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, অধ্যাপক ফারহা মতিন জুলিয়ানা, অধ্যাপক মো. তাজউদ্দিন সিকদার, অধ্যাপক নিগার সুলতানা, অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন, অধ্যাপক হোসনে আরা, জনাব আ. স. ম. ফিরোজ-উল-হাসান, জনাব মোঃ আউয়াল আল কবীর, জনাব রাকিব আহমেদ, জনাব শেখ আদনান ফাহাদ, জনাব এম, এম, ময়েজউদ্দীন, জনাব মো. সোহেল রানা।
প্রসঙ্গত, গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির কক্ষে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন বিভাগীয় সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। এই ছবিটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় সবার মাঝে।