ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার দুই প্রান্তে আওয়ামী লীগের সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৪:০০ পূর্বাহ্ন | রাজনীতি

 

আজ রাজধানী ঢাকার দুই প্রান্তে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে এই সমাবেশ কর্মসূচি পালন করবে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের প্রস্তুতি নিয়েছেন।

 

দুটি সমাবেশেই আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য দেবেন।

 

 

উত্তরার সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারের জন্য আমরা এই সমাবেশ আয়োজন করেছি।

 

 

এতে নগরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।’

যাত্রাবাড়ীর সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এই সমাবেশ হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।

 

 

এই সমাবেশটিও বিকেল ৩টায় শুরুর কথা রয়েছে।

সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ। জরুরি বর্ধিত সভায় প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের সমাবেশে বড় জমায়েত নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।