বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের একটি কনসার্টে ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন এই শিল্পী। কনসার্টটির আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
কিন্তু নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি আউটডোর কনসার্ট বাতিল করা হয়েছিল। তাতে আতিফের কনসার্টও বাতিল হতে পারে, তা নিয়েও শঙ্কা শুরু হয় ভক্তদের মনে।
আর্মি স্টেডিয়ামে কনসার্টটির অনুমতি পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ট্রিপল টাইম কমিউনিকেশনের হেড অফ পাবলিক রিলেশন আরিফা শবনম বলেছেন, কনসার্ট না হওয়ার কোনো শঙ্কা নেই, আমাদের আসন্ন ইভেন্টের জন্য অনুমতি পেয়েছি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার সকল ধরনের বাহিনীর যে সকল অনুমতির প্রয়োজন হয়, তার সব কিছুই আমরা পেয়েছি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকেট টুমরো ওয়েবসাইটে।
বায়ান্ন/একে