ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

তরুনরাই পারবে আগামীর নতুন বাংলাদেশ গড়তে

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১২ অগাস্ট ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের আশা আকাঙ্খার কার্যকর প্রতিফলন চাই এই অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক যুব দিবস -২০২৪ উপলক্ষে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ( সনাক )।

 

সোমবার (১২ আগষ্ট)  সকালে দুর্নীতি বিরোধী ও সামাজিক আন্দোলন এ স্লোগানকে সামনে রেখেই সচেতন নাগরিক কমিটি (সনাক ) জেলা শাখার উদ্যােগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

জেলা কমিটির ( সনাক ) সদস্য শরৎ কান্তি চাকমা’র সভাপতিত্বে, সনাক সদস্য- অংসুই মারমা, টিআইবি এরিয়া কোঅডিনেটর মোঃ আবদুর রহমান, ইয়েস দল নেতা মোঃ সোহাগ, রোবার সদস্য - মোঃ নাজমুল হাসান, বিএনসিসি - সদস্য তামান্না তাসরিম করবী মানববন্ধনে বক্তব্য রাখেন।

 

এসময়, মানববন্ধনে বক্তারা জানান, সামাজিক আন্দোলন গড়ে উঠার মাধ্যমে ও দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা কার্যকর প্রতিফলন চাই। তরুণ সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এ বাংলাদেশকে নতুন রূপে দেখতে পাচ্ছি আমরা। এ মাতৃভূমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত,সন্ত্রাস মুক্ত,মাদকমুক্ত, সকল সম্প্রদায়ের মানুষের শান্তিযোগ্য ও নির্ভয়ে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে এই তরুণ সমাজরাই পারবে।