ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন

থানচি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৫:২০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবান পার্বত্য জেলাধীন থানচি উপজেলার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় উপজেলা মিলনায়তন কক্ষে থানচি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ সমুহে নবনির্বাচিত সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমানী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) বিকাশ চন্দ্র চৌধুরী, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অংপ্রু ম্রো, রেমাক্রি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি ও তিন্দু ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা প্রমুখ।

শপথ গ্রহন অনুষ্ঠানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নের নবনির্বাচিত ৩৬জন সাধারণ সদস্য ও ১১জন সংরক্ষিত মহিলা সদস্যা উপস্থিত ছিলেন। বলিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা সন্তান প্রসব জনিত কারনে শপথ গ্রহন অনষ্ঠানের উপস্থিত হননি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউল গনি ওসমানী নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের উদ্দেশ্যে বলেন,  জনগনের কাছাকাছি থাকতে হবে এবং চেয়ারম্যানের সাথে সুসংপর্ক্য রাখতে হবে। জনগনের কথা শুনতে হবে তারপর প্রশাসনের কাছে বলতে হবে। কিছু কাজ করতে পারবেন আবার কিছু কাজ করতে পারবেন না। আইন মেনে কাজ করতে হবে, অনিয়ম করবেন না। উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে থাকবে।