ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

দিগপাইত কেন্দ্রে এইচএসসি-তে ১ হাজার ৮১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : রবিবার ৩০ জুন ২০২৪ ০১:৩৬:০০ পূর্বাহ্ন | শিক্ষা

এবারের এইচএসসি পরীক্ষায় জামালপুরের সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬টি প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার মোট ১ হাজার ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্র সূত্রে জানা যায়, দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ, রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ, তুলসীপুর ডিগ্রি কলেজ, ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজ, আব্দুল হামিদ খান স্কুল এন্ড কলেজ ও হাসিল স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীরা এ কেন্দ্রে পরীক্ষায় বসছে। আজ রোববার পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র বিষয়ে উল্লেখিত সংখ্যক পরিক্ষার্থী অংশ নিচ্ছে। এ কেন্দ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রের সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ট্যাগ অফিসার হিসেবে জামালপুর সদর উপজেলার সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মদন গোপাল পাল দায়িত্ব পালন করছেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (উৎপাদন ও ব্যবস্থাপনা) আবুল কালাম আজাদ এবং মূল কেন্দ্রের হল সুপার হিসেবে একই কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক রবিউল কবির আর ভেন্যু কেন্দ্র দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) অনুপ কুমার দেব দায়িত্বে আছেন। অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার জানান, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য যথাযথ প্রস্তুতি নেয়া হয়েছে।