ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ১২:৩৯:০০ অপরাহ্ন | শিক্ষা

আজ থেকে দেশের অন্যান্য বোর্ডের মত দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে ৮টি জেলায় উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লক্ষ ১৫ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৫৭ হাজার ৬৯৯ জন এবং ছাত্রী ৫৮ হাজার ৯৬ জন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৮টি জেলায় মোট ৬৭০টি কলেজ পরীক্ষা দিচ্ছে ২০৩টি কেন্দ্রে। 

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতিসহ অতিরিক্ত পুলিশের ব্যবস্থা রয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন।