ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

দৈনিক সাঙ্গু'র প্রতিষ্ঠাবার্ষিকী রেডিশন ব্লুতে মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বুধবার ২ ফেব্রুয়ারী ২০২২ ০২:৪৫:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

বৃহত্তর চট্টগ্রামের গণমানুষের প্রিয় পত্রিকা ‘দৈনিক সাঙ্গু’ বহু চড়াই-উৎরাই বাঁধাবিপত্তি রক্তচক্ষু উপেক্ষা ও হাটি হাটি পা পা করে ২০ তম বর্ষে পদার্পণ করেছে । এ উপলক্ষে গতকাল (১ ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকায় বর্ণাঢ্য র‌্যালী সাঙ্গু কার্যালয় থেকে চেরাগী পাহাড় মোড়, জামালখান, চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে কাজীর দেউড়ী স্টেডিয়াম চত্ত্বরে শেষ হয়। চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু’ বে ভিউ চত্ত্বরে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাঙ্গু সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী। 

বিকাল সাড়ে ৩ টায় ‘রেডিসন ব্লু’ মোহনা হলে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মুল পর্ব শুরু হয়। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রি ড. হাসান মাহমুদ এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রি বীর বাহাদুর এমপি, উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিটিমেয়র রেজাউল করিম চৌধুরী, নগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ উল্লাহ, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুসলিম উদ্দিন, রোটারী গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার  প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, লালখান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, চকবাজার থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ডা. ইসমাইল খান, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি বেনু কুমার দে, কাউন্সিলর নিলু নাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রিহ্যাব সভাপতি আব্দুল কৈয়ুম চৌধূরী, লেখক-গবেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, জুনিয়র চেম্বারের সভাপতি আবু বক্কর সাহেদ শান, গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব এড.  মোছাহেব উদ্দিন বখতিয়ার, সমাজ সেবক আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মো: শাহাজান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডা. সেলিনা আক্তার, সাধার সম্পাদক ড. সজিব ঘোষ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উত্তর জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুছ চৌধুরী, রাউজান থানা বিএনপির আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। 

উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর বিশেষ প্রতিনিধি নুর উদ্দিন, যুগ্ম সম্পাদক এম  এ আক্কাছ নুরী, সিইও ইলিয়াছ রিপন, সাব এডিটর দস্তগীর আলম, ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার নুরুল আলম চৌধুরী, মহি উদ্দিন আরিফ, সাজ্জাদ মিয়া আশিক, মঈন উদ্দিন, আশিকুর রহমান, কাজী মাহাদি হাসান, মুহাম্মদ সাইফুল ইসলাম,  সিনিয়র ফটোগ্রাফার জাহাঙ্গির আলম, ফটোগ্রাফার নুরুল আজম, আবুল কাসেম, বিজ্ঞাপন ম্যানেজার মো: এরশাদ হোসেন, আলমগীর হেসেন প্রমুখ।

এদিকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিকাল থেকে ফুল নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত হন এবং সম্পাদক কবির হেসেন সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।