ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

নির্বাচনে পরাজিত হয়েও শীতার্তদের কম্বল বিতরণ

উথোয়াইচিং মারমা, বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ৭ জানুয়ারী ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে সদর উপজেলার এবারের ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত ইউপি সদস্য (মেম্বার) শীতার্থ মানুষদের মাঝে নিজ উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন। এমন ব্যক্তিক্রম ধর্মী মহৎ ব্যক্তির নাম সিংনুমং মারমা।

শুক্রবার (০৭.০১.২০২২ইং) সকালে সুয়ালক ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকার প্রায়  পাঁচ শতাধিক শীতার্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন।

এলাকাবাসীরা জানান, চলতি ইউনিয়ন নির্বাচনে ৪নং ওয়ার্ডদের ইউপি সদস্য পদে পদপ্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে পরাজিত হয়। তবুও তিনি অসহায় ও গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই মানুষের প্রতি ভালোবাসা ও মহৎ কাজকে সাধুবাদ এবং দীর্ঘায়ু কামনা করেন গ্রামবাসী।

উদ্যোক্তা দাতা সিংনুমং মারমা বলেন, অত্র ইউনিয়নের ইউপি নির্বাচনে ভোটে মাঠে আমি পরাজিত হয়েছি। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। তাই বর্তমান সরকারকে ধন্যবাদ জানায়। নির্বাচনে হেরে কিছুটা মনে কষ্ট পেলেও গরীব, বৃদ্ধ ও অসহায় মানুষের পাশে আছি এবং আগামীতেও থাকবো।