বৈসাবি উৎসব প্রাক্কালে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএসের সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের প্রতিবাদে ও ভাতৃঘাতি সংঘাতের আগুন ছড়িয়ে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পাহাড়ে ভাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটি।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় চেঙ্গী ইউপি-র পানছড়ি-ধুদুকছড়া সড়কের মনিপুর এলাকা থেকে বরকলক এলাকা সংলগ্ন সড়কে অবস্থান গ্রহন করে মানববন্ধনে অংশ নেয় প্রায় সাত শতাধিক জনসাধারণ।
এসময় সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন পানছড়ি ভাতৃঘাতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা, সাবেক চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, অসেতু বিকাশ চাকমা ও হেনরঞ্জন কার্বারিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বৈসাবি (বৈসু, সাংগ্রাই, বিজু) উপলক্ষে পাহাড়ের মানুষকে আতংকে রেখে ফায়দা লুটতে চেষ্টা করছে সন্তু লারমা'র বাহিনী।আর এতো সংঘাত নয়, সন্তু লারমা'র প্রতি আহ্বান তিনি যেন ভাতৃঘাতি সংঘাত বন্ধ করেন। এছাড়াও বক্তারা আরো বলেন, আমাদের জুম্ম জাতির অধিকার রক্ষায় আমাদের প্রতিবাদ করতে হবে। আর কারো মা-বাবা, ভাই-বোন যেন না হারায় সে আশা রাখছি। আমরা কোনো পক্ষের নই। তাই অধিকার আদায়ে সকলে হাতে হাত রেখে কাজ করবো।