পেকুয়ায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন(ফারিয়া)’র সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪এপ্রিল শুক্রবার বিকাল২টায়-পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় অত্যান্ত প্রাণবন্ত ও আনন্দ মুখর পরিবেশের মধ্যদিয়ে তাজিম উদ্দিন হিরু-র সভাপতিত্বে,এসএম শাহীন এর সঞ্চালনায় দেড় শতাধিক(এম পি ও)নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনক হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান সি:সহ সভাপতি কেন্দ্রীয় ফারিয়া ও সভাপতি চট্টগ্রাম বিভাগ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃমহিউদ্দিন মাজেদ চৌং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন-মহিউদ্দিন উপদেষ্টা বাং কেন্দ্রীয় ফারিয়া,বিশেষ বক্তা হিসেবে ছিলেন আতাউর রহমান সাং সম্পাদক চট্টগ্রাম বিভাগ, রফিকুল ইসলাম সভাপতি কক্সবাজার ফারিয়া,আনছার উদ্দিন সম্পাদক কক্সবাজার ফারিয়া।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ডাঃ মোজাম্মেল হোসেন চৌং,ডাঃ জায়নুল আবেদীন,ডাঃতাহমিদুল ইসলাম,ডাঃএমএ মনছুর ও ডাঃপিয়াল পাল সহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার বৃন্দ। সম্মেলনের আমন্ত্রিত অতিথি ছিলেন এম আজম খান সভাপতি পেকুয়া সদর আওয়ামী লীগ,সম্পাদক শাহাদাত হোছাইন(এম.কম) পেকুয়া সদর আওয়ামী লীগ,ডেন্টিস শফিকুল ইসলাম ও নুর মোঃ কায়েস প্রোঃমোস্তাক ফার্মেসি পেকুয়া বাজার। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনছার উদ্দিন ও নির্বাচন কমিশনার সচিবে দায়িত্বে ছিলেন এসএমএ রহিম এবং দ্বি-বার্ষিক সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ,এম শহীদুল ইসলাম ডিরেক্টর-পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ,মাস্টার হেলাল উদ্দিন।পেকুয়া উপজেলা ফারিয়া কর্তৃক আয়োজিত দ্বি বার্ষিক নির্বাচন বিকাল ৩ টায় ভোট গ্রহণ শুরু হয়ে ৪.৩০মিঃ শেষ হয়, উক্ত ফারিয়া সম্মেলনে-ভোটের মাধ্যমে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে জয় হয়েছে আব্দুর শুকুর,বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সভাপতি-তাজিম উদ্দিন হিরু ও সাংগঠনিক সম্পাদক-শাহজাহান মোল্লা।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন-ফারিয়া হচ্ছে দক্ষ সংগঠন এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের মাঝে সামাজিকতা ও বন্ধন অটুট থাকবে আগামীর কর্মজীবন।