ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পেকুয়ায় ঘর নির্মানে চাঁদা না দেয়ায় পিটিয়ে আহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ৯ এপ্রিল ২০২৩ ১০:২৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
কক্সবাজারের পেকুয়ায় দাবীকৃত চাঁদা না দেয়ায় একই পরিবারের নারীসহ ৫জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার মৃত.ফকির মুহাম্মদের ছেলে আবুল শরীফ (৫২), তার স্ত্রী হাসিনা আক্তার (৩৯), বড় ভাই ইসমাঈল (৫৪) ভাবী কুলসুমা বেগম (৪০) ও পুত্রবধু ফাতেমা জান্নাত খুকি (২২)। আহতরা পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আহত আবুল শরীফ বলেন, পৈত্রিক ৮শতক জায়গার উপর ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছি। ওই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে প্রতিবেশী ইউসুফজ্জানের ছেলে এনাম গংদের। তারা আমাকে এলাকা ছাড়া করতে অপতৎপরতা শুরু করে। ঘর নির্মানকাজে বাঁধা সৃষ্টি করে।  সম্প্রতি আমার কাছ থেকে ১লক্ষ টাকা চাঁদা দাবী করে এনাম। চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার বিকেলে এনাম তার ভাই আবদুর রহিম ও রুবেল বাড়িতে এসে ব্যাপক তান্ডব চালায়। এ সময় আমাকে ও আমার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
অপর আহত ইসমাঈল বলেন,বাড়িতে এসে ছোট ভাইয়ের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় এনাম গং। এ সময় তাদের উদ্ধার করে গেলে আমাকে,স্ত্রী ও পুত্রবধুকেও মারধর করে।
প্রত্যক্ষদর্শী তাহমিনা বেগম, শারমিন আক্তার ও বোরহানা আক্তার জানায়,দীর্ঘদিন ধরে আবুল শরীফের পরিবারকে তাড়ানোর চেষ্টা করছে এনাম গং। নানা ধরনের টর্সার করছে প্রতিনিয়ত। ইফতারের আগে বাড়িতে এসে মারপিট করে এনাম ও তার ভাইয়েরা।
স্থানীয়রা জানায়,এনাম খারাপ প্রকৃতির লোক। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। 
স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম বলেন,বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত এনামের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়,লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।