ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে: মঈন খান

রিয়াদ হাসান | প্রকাশের সময় : রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ০২:৪১:০০ অপরাহ্ন | রাজনীতি

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্র্বতীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, অন্তর্র্বতীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই তারা একটি ভাল ব্যবস্থা নিয়েছে, তারা একটি  নির্বাচন কমিশন গঠন করেছে। আমি বিশ্বাস করবো এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার।

তিনি বলেন, ছাত্র জনতা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে এটিই হচ্ছে এই সরকারের মুল এবং প্রধান ম্যান্ডেট। এবং সেই ম্যান্ডেট পালন করার জন্য সমস্ত অত্যাবশ্যকীয় যে সংস্কার আছে সেগুলো তারা সংস্কার করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমরা এটাও বলেছি এ সরকারকে আমরা সর্বভাবে সহযোগিতা করব, করছি, কিন্তু এ সরকারকে অহেতুক কোন বিলম্ব করলে হবে না। তাদের অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সংস্কার করে অনতিবিলম্বে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার মানুষের মধ্যে ফিরিয়ে দিতে হবে। 

তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের স্বেচ্ছায় ভোট দেয় আমরা সরকার গঠন করে এ দেশের জনগণের উন্নতির জন্য আমরা কাজ করে যাব।

যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন তাদের জন্য দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, সেই সঙ্গে তাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতি তাদের এই অবদান মনে রাখবে।

এসময় জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস, জিয়া মঞ্চসহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো শহীদ জিয়ার সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান।

 

বায়ান্ন/এসএ