ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৬ অগাস্ট ২০২৪ ০৯:২৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
বাঁশখালীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন।
বাঁশখালীতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বাঁশখালী উপজেলা সদরের একটি হলরুমে
অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (অর্থ) আলহাজ্ব আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন এম নেওয়াজ। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান মৃদুল কান্তি দত্ত, নাছির উদ্দীন চৌধুরী, আবদুল মাবুদ সেলিম, জামাল উদ্দিন, টিটু রঞ্জন চৌধুরী, রূপন দাশ প্রমুখ।
এর আগে সকালে একটি এতিমখানায় বঙ্গবন্ধু ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে অর্জিত স্বাধীনতাকে বিবর্জিত করতে ১৯৭৫ সনের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংস ভাবে হত্যা করে দেশদ্রোহীরা কালো অধ্যায় রচনা করেছিল।
সেই থেকে প্রতি বছর বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এই দোয়া ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।