ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইনকে অপসারণ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ১২:০৯:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
অপসারিত পৌর মেয়র তোফাইল বিন হোছাইন।

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র তোফাইল বিন হোছাইনকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সারাদেশের বিভিন্ন পৌরসভার মেয়রের সাথে বাঁশখালীর এই মেয়রকেও অপসারণ করা হয়।
রবিবার (১৮ আগস্ট) উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২ (ক) প্রয়োগ করে বাংলাদেশের নিম্নবর্ণিত পৌরসভার মেয়রকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।
২০২২ সালের ১৬ জানুয়ারি এক তরফা অনেকটা বিনা ভোটের এই মেয়রের বিরুদ্ধে দুর্নীতি, নামে বেনামে প্রকল্প বানিয়ে টাকা আত্মসাৎ, অনিয়ম, নকশা ছাড়া ভবন অনুমোদন, লোকজনকে হয়রানিসহ কিশোর গ্যাং লালনের অভিযোগ রয়েছে। তার পদত্যাগ ও অপসারণ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন করেছে। আন্দোলনের ১২ ঘন্টার মাথায় রবিবার রাতেই তাকে অপসারণের সংবাদ ছড়িয়ে পড়ে বাঁশখালীতে। দুর্নীতিবাজ এই মেয়রের অপসারণের ঘটনায় বিভিন্ন মহল ড. ইউনুসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে।