ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বাঘাইছড়ি পৌরসভা মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, ৭২ ঘন্টার আল্টিমেটাম

রকিব উদ্দিন রকি, রাঙামাটি : | প্রকাশের সময় : শুক্রবার ১৬ অগাস্ট ২০২৪ ১০:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে রাঙামাটি জেলাস্থ বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন জমিরকে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ ছাত্র-জনতা ও বিক্ষোভকারীরা। শুক্রবার সকাল ১০টায় চৌমুহনী শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা উপজেলা সদর প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে শেষ হয় এবং  সেখানে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।এতে বক্তারা মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন এবং তাঁর পদত্যাগের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেন দেন। বক্তারা জানান, যদি মেয়র এই সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তবে তারা আরও তীব্র কর্মসূচি গ্রহণ করবেন।
 
বিক্ষোভকারীদের অভিযোগ, জমির হোসেন অবৈধভাবে আওয়ামী লীগের ক্ষমতার বলে ও পেশি শক্তি ব্যবহার করে পৌরসভার মেয়র হয়েছেন। এবং পরবর্তীতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে দ্রুত কোটিপতি হয়ে উঠেছেন। তারা বলেন, জমির হোসেন গভীরভাবে আর্থিক লুটপাটে জড়িত, বিশেষ করে এডিপির দুই বছরের তিনটি বিশেষ বরাদ্দের দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়, তিনি ভূয়া প্রকল্প তৈরি করে এই টাকা আত্মসাৎ করেছেন এবং কাউন্সিলরের সাথে কোনো সমন্বয় না করে নিজের সুবিধার জন্য এই অর্থ নিয়েছেন।
 
বিক্ষোভকারীরা আরও বলেন, জমির হোসেন স্থানীয় জনগণের ওপর অত্যাচার করেছেন এবং নিয়মবহির্ভূতভাবে গরিব ও অসহায় মানুষদের কাছ থেকে কর আদায় করেছেন। পক্ষান্তরে জমির তার দলীয় লোকজনদের কাছ থেকে কর নেননি এবং সাধারণ জনগণের প্রতি অসদাচরণ করেছেন।
 
এসময় বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ ও সাধারণ জনতা গণভবনের মতো পৌরসভা অবস্থা তৈরি করবে।
 
বক্তারা এই পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেন, জমির হোসেনের দুর্নীতি এবং শোষণ পৌরসভা ও জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তার দ্বারা পৌরসভা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।