বান্দরবানে শুরু হয়েছে ২ দি ব্যাপি “জেলা সাহিত্য মেলা -২০২৩” বাংলা একাডেমির সমন্বয়ে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্ঠিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সিাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলার সার্বিক ব্যাবস্থাপনায় “জেলা সাহিত্য মেলা -২০২৩” অনুষ্ঠিত হচ্ছে।
১৬ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বেলুন ও পায়ড়া উড়িয়ে ২ দিন ব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পরে সম্প্রীতির মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিরীজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ আসাদুজ্জামান,উপসচিব,সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়,বান্দরবান পুলিশ সুপার, তারিকুল ইসলাম পিপিএম, প্রধান বক্তা,মোঃ ইমরুল ইউসুফ,উপ-পরিচালক,বাংলা একাডেমি।আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি,জেলা পরিষদের সদস্য সি ইয়াং ম্রো।
বিকেলে সম্প্রিতির মঞ্চে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠানে জেলার কথা সাহিত্য,নাটক ও সংস্কৃতির উপর প্রবন্ধ উপস্থাপনে অংশ নেন কবি,লেখক,গবেষক ও সম্পাদক হাফিজ রশিদ খান।
জেলার ১১ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আলোচনা সভার মূল আকর্শন ছিলো বিশিষ্ট গবেষক,কথাসাহিত্যিক ও বাচিক শিল্পী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর পরিচালক ড.আজাদ বুলবুল এর জ্ঞানগভীর আলোচনা।
আলোচনা সভা শেষে দুই দিন ব্যাপি সাহিত্য মেলা উপলক্ষে বিকেল ৫ টায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।