ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিএনপির

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৫:৫১:০০ অপরাহ্ন | রাজনীতি

মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিগুলো হলো- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও সারাদেশ কার্যালয়গুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে দলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা ২টায় আলোচনা সভার আয়োজন করা হবে।  

১৪ ডিসেম্বর সকালে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতাকর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। 

মহান বিজয় দিবসের কর্মসূচিগুলো হলো- ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচলা সভা অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর ‘সবার আগে বাংলাদেশ’র উদ্যোগে মানিক মিয়া এভিনিউ কনসার্ট অনুষ্ঠিত হবে। যা সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারবেন।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দলের চেয়ারপারসন ও কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। 

মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন নেতাকর্মীরা স্থানীয় সুবিধা অনুযায়ী এদিন কর্মসূচি পালন করবেন।

বায়ান্ন/আরএইচ/একে