ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ও সাংবাদিকদের মেলবন্ধন সারাদেশে মডেল : জেলা প্রশাসক

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৭:৪৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
আমি অত্যন্ত গর্বিত এমন একটা জেলায় জেলা প্রশাসক ছিলাম যেখানে মিডিয়াকর্মীরা সবাই সর্বোতভাবে ন্যায়ের পক্ষে কাজ করেন। এখানকার সংবাদকর্মী, প্রেস ক্লাব কর্তৃপক্ষ অন্যায্য কথা বলেন না, প্রশাসনকে সহযোগিতা করেন। প্রশাসনে কোনো সমস্যা হলে সেটা তারা জ্ঞাত করেন। আমি মনে করি, এই মেলবন্ধন বাংলাদেশে একটি  মডেল। সরকারের যে উন্নয়ন নীতি এবং পলিসি তা বাস্তবায়নের জন্যে প্রশাসনের সাথে মিডিয়ার যে সুসম্পর্ক, এটি কার্যকর একটি সম্পর্ক। যা মাঠ পর্যায়ে কার্যক্রম বিস্তারে সবাইকে উপকৃত করে। এর কৃতিত্ব এখানকার গনমাধ্যমকর্মীদের, প্রেস ক্লাবের।ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খাঁন এসব কথা বলেন।
 
 
সোমবার ১০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, যুগ্ম সম্পাদক রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক মো. শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান। 
 
 
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহ-সভাপতি শেখ সহিদুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আ.ফ.ম. কাউসার এমরান, কার্যকরী সদস্য মনির হোসেন, ক্লাব সদস্য নিয়াজ মুহম্মদ খান বিটু প্রমুখ। পরে অতিথিগণ দুইশ' অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেন।