তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ পরিচালিত ওয়েব ফিকশন ‘দ্য রিদম অব আনরিদেমিক টিউন’ ভারতের ওটিটি (ওভার দ্য টপ) প্লাটফর্ম‘ফানপ্রাইম’ এ রিলিজ হয়েছে। বিয়াল্লিশ মিনিট দৈর্ঘ্যরে এ ফিকশনে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা রহমান, খাইরুল আলম সবুজ, খালেদা আক্তার কল্পনা, সোহেল খান ও প্রসূন আজাদ। এ ফিকশনটি ‘ফানপ্রাইম’ এ ‘শর্টফিল্ম (বাংলাদেশ)’ ক্যাটাগরিতে শুরুতেই রয়েছে। ফিকশনটি দেখতে গুগল প্লে-স্টোর থেকে ফানপ্রাইম অ্যাপ ডাউনলোড করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে।
প্রাচ্য পলাশ নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেন ২০১৪ সালে এবং শুরু থেকেই তিনি গতানুগতিক অথচ বৈচিত্র্যপূর্ণ ধারার ফিকশন নির্মাণ করে প্রশংসিত হন। তিনি ২০১৭ সাল থেকে দেশের বিভিন্ন উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান ও তাদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং নিয়ে কাজ করা শুরু করেন এবং উন্নতমানের সেবাপ্রদানের জন্য অল্প সময়ের মধ্যেই তাঁর অ্যাড ফার্ম ‘প্রাকৃত অ্যাডভার্টাইজিং’ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের আস্থার ব্র্যান্ড পার্টনারে পরিণত হয়।
গত ১৮ মে ২০২৪ রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে ‘এপি হাউস স্টার অ্যাওয়ার্ড সিজন টু ২০২৪’ প্রদান অনুষ্ঠানে ব্র্যান্ড কনসালটেন্সীতে বিশেষ অবদান রাখায় তরুণ চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া প্রশিক্ষক প্রাচ্য পলাশকে দেশের বিভিন্ন স্তরের প্রযোজক-পরিচালক-মডেল-অভিনয় শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে ‘বেস্ট ব্র্যান্ড কনসালটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়।
এছাড়া, তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের ‘প্রাকৃত টিভি’নামে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এতে প্রাচ্য পলাশ নির্মিত অর্ধশতাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র ও অন্যান্য কনটেন্ট মুক্তি দেয়া হয়েছে।
বায়ান্ন/এসবি/একে