ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মধ্যরাতে সেগুন কাঠসহ জীপগাড়ী ধরল হাটহাজারী রেঞ্জার

Author Dainik Bayanno | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০৮:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ফটিকছড়ির শোভনছড়ি বিটের চুরকার হাট এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে ৪৫.৯৭ ঘনফট গোল সেগুন কাঠ বোঝাই জীপগাড়ী আটক করে বনবিভাগ। মঙ্গলবার (৪ জানুয়ারী) মধ্যরাত সাড়ে ১২টার দিকে গাড়ি ও কাঠ জব্দ করা হয়।
 
এ অভিযান পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ফরেস্টার খন্দকার মনিরুল ইসলাম।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও ১১ মাইল বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ির স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী দৈনিক বায়ান্নকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভনছড়ি বিটের চুরকার হাট এলাকা সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫.৯৭ ঘনফট গোল সেগুন কাঠ বোঝাই জীপগাড়ী/চাঁন্দেরগাড়ী আটক ও জব্দ করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন ডিপো মহোদয় মোজা‌ম্মেল হক শাহ চৌধুরী।