ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

মাঠে দোল খাচ্ছে আমনের সোনালী ধান

রিয়াদ হোসেন, আনোয়ারা (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ ০৩:৩১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মাঠ জুড়ে শোভা পাচ্ছে আমনের সোনালী ধান ।সোনালী ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠ জুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি।

অগ্রহায়ণ মাস পড়লেই পুরোদমে আমন ধান-মাড়াই শুরু করবেন তারা। কেউ কেউ আবার আগাম আমন ধান কাটা শুরু করছে । এসব এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায় চারদিকে শুধু সোনালী ফসলের সমারোহ। পুরো মাঠ যেন সোনালী রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যায়। চলতি মৌসুমে মাঠে অন্যসব বছরের চেয়ে ধানের শীষ ভালো হয়েছে। আশা করা যাচ্ছে এবার ধানের বাম্পার ফলন হবে । 

অপর দিকে ধান কাটা মাড়াই কাজের প্রস্তুতিতে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন ধানের ক্ষেতে  সোনালী রংয়ের ধান বাতাসে দোল খাচ্ছে। সোনালী রংয়ের ধানগুলো রৌদ্রে চিকচিক করছে। অনেক জায়গায় ধান কাটা মাড়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এ কাজে মহিলারাও পিছিয়ে নেই। তারা ধান কাটা মাড়াই কাজের সহায়তা করতে আঙ্গিনার পরিচর্যা, ধানের পরিচর্যা, সেগুলোকে গুছিয়ে ঘড়ে তোলার কাজে সহায়তা করছেন পুরুষদের পাশাপাশি।

আনোয়ারা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে বরুমচড়া, বারখাইন, হাইলধর, জুঁইদণ্ডী, বটতলী, রায়পুর ইউনিয়নে আমনের ফলন ভালো হয়েছে।

এবার আমন মৌসুমে উপজেলার ১১ ইউনিয়নে হাই ব্রিড এরাইজ-৭০০৬, ধানী গোল্ড-এসিআই, বিআর ১০, ১১, ২২, ২৩; ব্রি ধান ৩২,৩৩, ৩৯, ৪৪, ৪৬,৪৯, ৫১, ৫২, ৬২, ৭১, ৭২, ৭৫, ৭৬,৭৮, ৮০,৮৭, ৮৮; বিনা ধান ১১, ১৬, ১৭,২০, ২২, ২৩; রাই চিকন, সাহেব চিকন, লাল মতি, বিন্নি, কালো জিরা, ও কুমড়া বৈলাম ধানের চাষ করা হয়েছে। ধানের ফলনও বেশ ভালো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রামে ধান কাটা শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রমজান আলী জানান, এবার আমন ধান ৭ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে।ফলও হয়েছে ভাল।চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২১ হাজার ৯৭০ মেট্রিক টন ।তিনি আশা করেন, এবার আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।