![](https://dainikbayanno.com/storage/madaripur-pic-2-12-2021.jpeg)
মাদারীপুরের শিবচরে নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরণ মামলায় আফজাল বেপারী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। আটকৃত আফজাল উপজেলার বাশকান্দি ইউনিয়নের মৃর্জারচর সিপাইকান্দি গ্রামের শাহ আলম বেপারীর ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়,মির্জারচর মুন্সী কান্দি গ্রামের নবম শ্রেনী পড়ুয়া এক শিক্ষার্থী তার স্কুলে যাতায়াতের সময় একই এলাকার দাদন খানের ছেলে ও মামলার এক নম্বর আসামী ঠান্ডু খান প্রায়ই উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।গত ২৮ নভেম্বর দুপুর দুইটার দিকে ওই শিক্ষার্থী তার বার্ষিক পরিক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে শেখপুর বাজারের বেইলির কাছে আসলে আসামীরা তাকে একটি মোটরসাইকেল তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মেয়েটির বাবা শিবচর থানায় বাদী হয়ে দুইজনের নাম ও কয়েকজনকে অজ্ঞাত আসামী উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরের দিকে মাদারীপুর আদালত প্রেরন করা হয়েছে।