ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে চার পা সহ শিশুর জন্ম!

জুয়েল নাগ, মিরসরাই: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ ০৭:৫০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

মিরসরাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চারপা নিয়ে একটি শিশুর জন্ম হয়েছে। ১৭ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার বারৈয়ারহাট পৌরসভায় অবস্থিত সেফা ইনসান হাসপাতালে  শিশুটির জন্মগ্রহণ করে। 
  শিশুটির পিতার সাইদুল ইসলাম চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার এলাকার হাতির খেদা গ্রামের বাসিন্দা। সাইদুল ইসলাম পেশায় ভাড়া চালিত মোটর সাইকেল চালক। তিনি দীর্ঘদিন বাগান বাজার থেকে রামগড় এলাকায় বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান।
শিশুটির পিতা সাইদুল ইসলাম জানান গতকাল রাতে আমি সেফা ইনসান হাসপাতালে আমার স্ত্রী নাসরিন আক্তারকে হাসপাতালে ভর্তি করায়, সকালে নরমাল ডেলিভারি হলে শিশুটির এই অবস্থায় জন্মগ্রহণ করে। 
এ বিষয়ে সেবা ইনসান হাসপাতালের মালিক ডাক্তার এস এ ফারুক জানান গতকাল এক দম্পতি আমার হাসপাতালে এসে ভর্তি হয়, সকালবেলা মহিলাটির স্বাভাবিক অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। অস্বাভাবিক জন্ম হওয়া শিশুটি লিঙ্গ নির্ধারণ করা যায়নি। আমি তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করার পরামর্শ দিয়েছি। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। তবে তাদের আর্থিক অনটনের কারণে চট্টগ্রাম নিয়ে যায়নি শুনেছি।
শিশুটির পিতা সাইদুল ইসলাম জানান  আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে আমি দুশ্চিন্তায় আছি। দেড় বছর আগেও একটি শিশু জন্মগ্রহণ করে মারা যায়। ডাক্তার আমার শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন, শিশুটির অপারেশন করা সম্ভব হবে না, সকলের সহযোগিতা চাচ্ছি।