ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে ১২টি তক্ষকসহ ৪ পাচারকারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই:: | প্রকাশের সময় : সোমবার ২৭ মার্চ ২০২৩ ০৭:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ১২টি তক্ষকসহ ৪জন পাচারকারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে একটি অটোরিক্সা তল্লাসী করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ নাটোরের হারুন অর রশিদ (৪৫), খাগড়াছড়ির কবির হোসেন (৬০), কংচাই মং (২০) ও অং জোসাই মারমা (২০)। পরে তক্ষকগুলো জোরারগঞ্জ বীটে অবমুক্ত করা হয়। 

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মামুনূর রশিদ জানান, সোমবার সকালে হিঙ্গুলী বাজারে চেক পোষ্ট বসিয়ে একটি সিএনজি অটোরিক্সা তল্লাসী করে ১২টি তক্ষকসহ ৪ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরে হিঙ্গুলী বন কর্মকর্তা মো. মাসুদ সরকারের কাছে তক্ষকগুলো হস্তান্তর করা হয়। 

হিঙ্গুলী বন বীট কর্মকর্তা মো. মাসদু সরকার জানান, সোমবার সকালে জোরারগঞ্জ থানায় তক্ষক উদ্ধারের বিষয়ে জানতে পেরে তিনি হিঙ্গুলী পরিষদের সদস্য সাইফুদ্দীন মাসুক ও জোরারগঞ্জ বন বীট কর্মকর্তা একরাম হোসেনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তক্ষকগুলো নিয়ে আসেন। পরে তক্ষকগুলো জোরারগঞ্জ বীটের পাহাড়ে অবমুক্ত করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, সোমবার সকালে থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদের নের্তৃত্বে হিঙ্গুলী বাজার থেকে ১২টি তক্ষকসহ গ্রেফতার হওয়া চার জনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।