ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গামাটিতে অবৈধ গামারী গোলকাঠ জব্দ

রাঙ্গামাটি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৬ মে ২০২৩ ০৭:২৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
রাঙ্গামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ গোল কাঠ জব্দ করেছে ৩৭ বিজিবি রাজনগর জোন।
 
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কাছে খবর আসে কাঠ চোরাকারবারী কর্তৃক পাংকুয়াপাড়া ও জারুলছড়া নাটকটিলা নামক স্থান হতে অবৈধভাবে ০৪ ট্রাক কাঠ পাচার করছে তারা,তার মধ্যে রাজার ‘স’ মিলের সামনে ২ট্রাক ও ০১ ট্রাক কাঠ আব্দুর রহিম (প্রাক্তন চেয়ারম্যান) এর ‘স’ মিলের সামনে রেখে যায় এবং কিছু কাঠ জারুলছড়া নাটকটিলায় রেখে আসে। 
 
 
উক্ত সংবাদের ভিত্তিতে  ০৬ মে ২০২৩ তারিখ আনুমানিক ১১ টার সময়,  অত্র জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম, এসপিপি এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উক্ত ০৩টি স্থানে অভিযান পরিচালনা করেন। চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান সমূহ হতে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৬৯ সিএফটি গামারী গোলকাঠ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২,৫৩,৫০০/- (দুই লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত) টাকা। বর্ণিত গোলকাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানায় বিজিবি।