ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় মাহাবুব হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলামের জামিন মঞ্জুর

জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়া(চট্রগ্রাম)প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২ ০৫:৪৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
রাঙ্গুনিয়ার আলোচিত মাহাবুব হত্যা মামলায় জামিন পেলেন চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ্ কায়সারের আদালতে তার আইনজীবী নিখিল কুমার নাথ জামিনের আবেদন করলে উক্ত মামলায়  আদালত বিচারক শহীদুল্লাহ্ কায়সার তার জামিন মঞ্জুর করেন। তবে আগে মাহাবুব হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার চট্টগ্রাম জজ আদালতে মামলার বাদী মোরশেদা বেগম আদালতে তৌহিদুল ইসলাম চৌধুরীকে নির্দোষ বলে লিখিত জানান। এতে আদালত সন্তোষ হয়ে তৌহিদুল ইসলাম চৌধুরীর জামিন মঞ্জুর করেন। 
 
উল্লেখ যে ২০১৪ সালের ১৬ নভেম্বর বিকাল ৫ ঘটিকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন ১নং রাজানগর ইউনিয়নস্থ ঠান্ডাছড়ি বাগানে সঙ্গবদ্ধ গ্রুপ মাহবুবকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকান্ডের শিকার মাহবুবের স্ত্রী মোরশেদা বেগম  রাঙ্গুনিয়া মডেল থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।এদিকে সোমবার সন্ধ্যায় সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পাওয়ায় উৎসব মূখর ভাবে তাকে ফুল দিয়ে বরণের মাধ্যমে রাঙ্গুনিয়ায় প্রবেশ করানো হয়। এ সময় তাকে বিশাল গণসংবর্ধনার মাধ্যমে রাঙ্গুনিয়ার প্রবেশপথ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নিজ গ্রামের বাড়ি ইসলামপুর ইউনিয়নের পিয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ি নিয়ে যাওয়া হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।