ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রাজবিলার ঘাতক স্বামী গ্রেফতার

উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৭ জানুয়ারী ২০২২ ০৭:৫৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানে রাজবিলার থংজমা পাড়ায় স্ত্রী সিংম্যানু মারমাকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী রেথোয়াইনু মারমা (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে রাজবিলা এলাকার গহীন জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী সিংম্যানু মারমাকে কুপিয়ে হত্যার পর স্বশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে বলে অপহরণের নাটক সাজিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার শৈসাচিংকে ফোন দিয়ে পালিয়ে যায় রেথোয়াইনু মার্মা। খবর পেয়ে পাড়াবাসী রেথোয়াইনু মারমার বাসায় গিয়ে তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃত সিংম্যানু মার্মা এক সন্তানের জননী।
স্থানীয়রা আরো জানায়, রাতে সন্ত্রাসীদের হামলা ও স্বামীকে অপহরণের বিষয়টি এলাকাবাসীর কাছে রহস্যজনক মনে হয়। সন্ত্রাসীদের আগমনের কোন আলামত পাড়াবাসী দেখতে পায়নি এবং নিজের অপহরণের খবর নিজে ফোন দিয়ে বলাতে সন্দেহ আরো বেড়ে যায়। এরপর থেকে পাড়ার মানুষ পলাতক স্বামী রেথোয়াইনু মারমাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে রাতের বেলা তাকে রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়ার একটি পাহাড়ে দেখতে পেয়ে এলাকাবাসী পাহাড়টি ঘেরাও করে রাখে পরে সকালে পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শৈসাচিং বলেন, সন্ত্রাসীদের হামলার কোন আলামত দেখতে না পেয়ে পাড়াবাসীর সন্দেহ হয়। তাকে অপহরণ করলে সে নিজে ফোন দিতে পারত না। শুক্রবার সকালে তাকে পাহাড় থেকে ধরে পাড়ার মানুষ পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার জানান, স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনাস্থলটি পরিদর্শন করেছি এবং একজনকে আটক করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃত আসামী হত্যাকান্ডের সাথে সে জড়িত বলে স্বীকার করেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড থংজামা পাড়া এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে অপহরণের নাটক সাজিয়ে পালিয়ে যায় স্বামী রেথোয়াইনু মারমা।