ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

রাজবিলায় স্ত্রী হত্যার নেপথ্যে স্বামী

উথোয়াইচিং মারমা, বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৭:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ২নং ওর্য়াড থংজমা পাড়ায় সিংম্যানু মার্মা নামে এক নারীকে ধারালো ছুড়িকাঘাতে হত্যা করে অপহরনের নাটক সাজিয়ে পালিয়েছে ঘাতক স্বামী রেথোয়াইনু মার্মা । 

বৃহস্পতিবার(০৬.০১.২০২২ইং) ভোর রাতে রাজবিলা ইউনিয়নের নিজ বাসায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।এ ঘটনার পর থেকে মহিলার স্বামী রেথোয়াইনু মার্মা পলাতক রয়েছে।সে রাজবিলা ইউনিয়নের থংজামা পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তার স্ত্রী সিং ম্যা নু মার্মাকে হত্যা করে সন্ত্রাসীরা তাকে অপহরন করে নিয়ে যাচ্ছে বলে রেথোয়াইনু মার্মা নিজেই ফোন করে জানায় স্থানীয় ওয়ার্ড মেম্বারকে। খবর পেয়ে ওয়ার্ড মেম্বারসহ পাড়ার মানুষ তাদের ঘরে গিয়ে দেখে চিংম্যাইনু মার্মার লাশ শোয়ার ঘরে খাটের উপর পড়ে আছে। এ ঘটনার পর থেকে স্বামী রেথোয়াইনু মার্মা নিখোঁজ রয়েছে এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। 

পাড়াবাসীরা জানায়, রাতের বেলায় কোন গোলাগুলি বা চিৎকার চেঁচামেচির কোন শব্দ শোনা যায়নি। রাতের প্রায় সাড়ে তিনটার দিকে মেম্বার ফোন করে জানালে পাড়াবাসীরা ঘটনাস্থলে এসে রেথোয়াইনু মারমা স্ত্রীর লাশ দেখতে পায়। কিন্তু স্বামীর কোন খোঁজ পাওয়া যায়নি। 

গ্রাম পুলিশ সদস্য বলেন, হয়তো নিজের দোষ ঢাকানোর জন্য ও আইনকে হালকা করার জন্য এ ধরণের একটি নাটক সাজিয়ে নিজের স্ত্রীকে হত্যা করেছে। 

তবে পাড়াবাসীদের ধারনা পরকীয়ার জের ধরে স্ত্রীকে হত্যার পর অপহরনের নাটক সাজিয়ে ঘাতক স্বামী পালিয়েছে। 

এলাকার মেম্বার শৈসাচিং মারমা জানায়, নিহত সিংম্যানু মার্মার দ্বিতীয় বিয়ে এটি। তাদের মধ্যে বনিবনা ছিল না বলে পাড়াবাসীদের মাধ্যমে জানতে পেরেছি।সন্ত্রাসীরা হলে গোলাগুলির আওয়াজ হতো বা অন্য কিছুর আলামত পাওয়া যেত।  এ ধরনের কোন কিছু আলামত পাওয়া যায়নি।

এ বিষয়ে বান্দররবান সদর থানার দায়িত্বরত ওসি রফিকুল ইসলাম বলেন, থংজমা পাড়ায় এক নারীর লাশ পাওয়া গিয়েছে। আমরা লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। কি কারনে এবং কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৬.০১.২০২২ইং) তারিখ ভোর রাতে একদল স্বশস্ত্র সন্ত্রাসীর হামলায় গৃহবধূ সিংম্যানু মার্মাকে হত্যা করে স্বামী রেথোয়াইনু মারমাকে অপহরণ করে নিয়ে যায় বলে একটি ঘটনা ঘটে।