মিস্টার এন্ড মিস ফটোজেনিক বাংলাদেশের একটি স্বচ্ছ প্লাটফর্ম । ওয়ালিস এসোসিয়েটস সব সময় নতুনদের কে নিয়ে কাজ করে। নতুনদের জন্য এটি একটি আশার আলো। ২০২২এর গ্রান্ড ফিনালের মাধ্যমে মিস্টার এন্ড মিস ফটোজেনিক এর ৪ বারের মতো সম্পন্ন হলো। প্রতিবারের মতো এবার ও ছিল হাজারো নতুন ছেলে মেয়ে। তারা ৭মাস গ্রুমিং করার পর ধাপে ধাপে টপ ৭ এ জায়গা করে নিয়েছে। যার মধ্যে অন্যতম হলো মাহমুদ রিফাত। তিনি বলেন মিস্টার এন্ড মিস ফটোজেনিক একটি সচ্ছ এবং নতুনত্বের জায়গা। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। ৭মাস গ্রুমিং এ আমাদের অনেক কিছু শিখানো হয়ছে। বাংলাদেশের সব জনপ্রিয় মডেল, অভিনয় শিল্পী, কোরিওগ্রাফাররা আমাদের ক্লাস নিয়েছে। সব থেকে বেশি ভাল লেগেছে যে সব গ্রুমাররা আমাদেরকে একজন ভালো মানুষ হতে উৎসাহ দিয়েছে। আমি অনেক বেশি কৃতজ্ঞ মিস্টার এন্ড মিস ফটোজেনিক এর ওনার AB walli Ahmed Chowdhury স্যার এর প্রতি, Syed Ruma ম্যাম এর প্রতি , সাকিব স্যার এর প্রতি। তাদের থেকে অনেক কিছু শিখেছি। আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন মিস্টার এন্ড মিস ফটোজেনিক এর সম্মান বজায় রেখে এগিয়ে যেতে পারি। আমি চাই মিস্টার এন্ড মিস ফটোজেনিক বাংলাদেশের অন্যতম একটি প্রথম সারির প্রোগ্রামা গুলোর পর্যায় থাকে এবং সকল নতুনদের আমি আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার এন্ড মিস ফটোজেনিক এ যোগ দেয়ার জন্য। সবার ভালবাসা আর দোয়া আমার কাজের অনুপ্রেরণা দেয়। মিস্টার এন্ড মিস ফটোজেনিক আরো এগিয়ে যাক এই দোয়া করি।