ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর-নির্মাণ কাজ পরিদর্শন

আবুবকর ছিদ্দীক বান্দরবান জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৩২:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
বুধবার দুপুরে ১৫ ই ফেব্রুয়ারি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
 
উপস্থিত ছিলেন ইউএনও রোয়াংছড়ি,তারাছা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বারদ্বয়, পুলিশ ক্যাম্প ইনচার্জ জাফর, পুলিশ ফাঁড়ির সদস্যগণ, তালুকদার পাড়ার বাসিন্দাগণ।
 
নদী পাড় হয়ে বাড়ীগুলোর নির্মাণ কাজ ও জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক ডিপ টিউবওয়েল স্হাপনের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পাড়াবাসী দরিদ্র ভূমিহীনদের ঘর উপহার দেয়ায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
 
মালামাল পরিবহনের প্রতিকূলতা সত্বেও এ দূর্গম পাড়ার ভূমিহীনদের নির্বাচন করে ঘর নির্মাণ করে দেয়ার জন্য জেলা প্রশাসক বান্দরবান উপজেলা নির্বাহী অফিসার রোয়াংছড়ি ও তাঁর টিমকে ধন্যবাদ জানান। সৃষ্টিকর্তা এ নবীন কর্মকর্তাদের মহতী কাজকে কবুল করে নিক।