ঢাকা, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

লামা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৬

এম. মিজানুর রহমান, লামা বান্দরবান। | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ০৭:১৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন



বান্দরবানের লামা থানা পুলিশের মাসব্যাপী বিশেষ অভিযানে ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, নারি শিশু ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মাসব্যাপি পৌরশহরসহ উপজেলার সর্বত্র বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, বিজ্ঞ আদালতের সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ১৯ জন, জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৭ জন, সাজা ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার ৭ জন, নিয়মিত মামলায় গ্রেফতার ১০ জন, অস্ত্র উদ্ধার ২ টি, ৫৪ ধারায় গ্রেফতার ৩ জন, হারানো মোবাইল উদ্ধার ৩ টি, চোলাই মদ জব্দ ৮ লিটার।

এছাড়া ১৯৯৫ সালের মামলা। দীর্ঘ ২৭ বছর সাক্ষীগণ আদালতে হাজির না হওয়ায় মামলা নিষ্পত্তি করা যাচ্ছিল না। অবশেষে লামা থানা পুলিশের টিম আদালতের নির্দেশে দূর্গম পাহাড়ি এলাকা থেকে থানা হেফাজতে নিয়ে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করেন। অপরদিকে এলাকার বিভিন্ন পারিবারিক ঝগড়া-বিবাদ ও জমি-জমা সংক্রান্ত বিরোধসহ থানা পুলিশের শালিসি বৈঠকে নিষ্পত্তি করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে খুন, ডাকাতি, মাদক, পলাতক, সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৪৬ জন আসামীকে গ্রেফতার করে আদালত প্রেরণ করা হয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।