ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ার চরম্বায় ভোট কেন্দ্র পুনঃবহালের দাবীতে মানববন্ধন

লোহাগাড়া, (চট্টগ্রাম) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ০৭:৫৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মজিদের পাড়া দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্র পুনঃবহালের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার ২ টার দিকে ইউনিয়নের মজিদের পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সাল থেকে একেন্দ্রে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়ে আসছে। হঠাৎ করে ৮ কিলোমিটার দূরে পদুয়া ইউনিয়নের নিকটে কাজীর পাড়ায় ভোট কেন্দ্রটি স্থানান্তর করা হয়েছে।  এতে এলাকার বয়োবৃদ্ধ নারীপুরুষদের এতদূরে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয়। তারা অবিলম্বে দারুল আরকাম একাডেমি দাখিল মাদ্রাসায় ভোট কেন্দ্র পুনঃবহালের দাবী জানান। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার চরম্বাসহ  ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
 মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক সাহাদত উল্লাহ, মাস্টার আবদুল গফুর, গোলাম সোবহান, মীর আহমদ, ফয়েজ আহমেদ, মেম্বার পদপ্রার্থী  বদিউল আলম কোম্পানি, মেম্বার পদপ্রার্থী আবদুল কুদ্দুস কোম্পানি, মোঃ হারুন, ও জুনি আকতার প্রমুখ।