জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে ১ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরে মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিল সংক্ষিপ্ত করেন তাঁরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুর রশিদ (জিতু) বলেন, ‘১৫ জুলাই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলার পরিপ্রেক্ষিতে বিচার চাইতে উপাচার্যের বাসভবনে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসী নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এই হামলার মদদদাতা ছিলেন কিছু নামধারী শিক্ষক। এসব শিক্ষকের প্রতি নিন্দা ও ঘৃণা জানাই। আপনাদের শিক্ষক হিসেবে উচিত ছিল ন্যায়–নীতির পক্ষে থাকার। কিন্তু আপনারা সাবেক সরকারের চাটুকারিতা করে শিক্ষক থাকার যোগ্যতা হারিয়েছেন। অনেক শিক্ষক ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বাকি যাঁরা পদত্যাগ করেননি, তাঁদের অতি দ্রুত পদত্যাগ করতে হবে।’