ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

হাবিবুর রহমান সিদ্দিকী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ০৪:১০:০০ অপরাহ্ন | আইন-আদালত

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। 

আর বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে বদলি করা হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ। আবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর; মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর; যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠি; অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর; অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর; চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায়; সদস্য, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন।

মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। টাঙ্গাইলে জন্ম নেওয়া এ বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) এবং এলএল.এম ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জে.ডি.এস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে এলএল.এম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন।

হাবিবুর রহমান দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনের ওপর জাপান ও অস্ট্রেলিয়ায় এবং বিচার প্রশাসনের ওপর ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি (ভারত) ও স্টেট জুডিশিয়াল একাডেমি (কেরালা, ভারত) থেকে  প্রশিক্ষণ গ্রহণ করেন।

বায়ান্ন/এমএমএল/পিএইচ