করোনা পরিস্থিতি কাটিয়ে ওঠার পর দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দুদিনব্যাপী চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি(সেফ)'র ২য় বর্ষপূর্তি ও পন্য প্রদর্শনী ৷ এতে ৫০টি স্টলে প্রায় ১০০জনের বেশি উদ্যোক্তা অংশ নিয়েছেন৷
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রামের জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হয়৷ মেলা শুক্রবার থেকে শনিবার (২০ নভেম্বর) রাত ৯টা পর্যন্ত৷
মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হাফিজুর রহমান।অনুষ্টানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজয় বসাক,বিপএম,পিপিএম-বার,উপ-পুলিশ কমিশনার(দক্ষিণ),সিএমপি, ই-ক্যাব পরিচালক (কমিউনিকেশন এফেয়ার্স)সৈয়দ রহমান,পরিচালক (কর্পোরেট এফেয়ার্স) আসিপ আনাফ,তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্টাতা সাহেলা আবেদিন,ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রতিষ্টাতা সৌমেন কানুনগো, কারাগার পরিদর্শক আজিজুর রহমান।
জানা গেছে, চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি(সেফ)এর উদ্যোগে আয়োজিত এ মেলায় উদ্যক্তা তৈরীকে প্রাধান্য দেওয়া হয়েছে। যার অংশ হিসাবে তারা ১৫টি করে ক্লাসের মাধ্যমে ৭০০উদ্যক্তা ট্রেনিং করিয়েছেন।তাদের মধ্য ইতিমধ্যে ৫০০জন নতুন উদ্যক্তা অনলানে ও অফলাইনে মাঠে কাজ করছেন।এখানে বেশিরভাগ তরুণ উদ্যোক্তা অংশ নিয়েছেন৷
এবারের আয়োজনে উদ্যোক্তাদের জন্য বৈধতা ও লাইসেন্স নিয়ে আলোচনা করা হয়৷ শিঘ্রই আসবে এই সিস্টেম।আগামীতেও সেফ'র উদ্যোক্তাদের সিগনেচার পণ্য নিয়ে থাকবে বিভিন্ন কার্যক্রমের পর্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক হাফিজুর রহমান বলেন, এ ধরনের মেলা আমাদের দেশকে এবং নারীদেরও পুরুষদের পাশাপাশি তাদের সক্ষমতা অর্জনে সহায়তা করছে, যা আমাদের বেকারত্ব দুরীকরণে বড় ভুমিকা পালন করছে।
চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি(সেফ)'র এডমিন সাগর দে বলেন, মেলায় দেশজ পণ্যের সাথে সাথে,বিভিন্ন হাতের তৈরী নাস্তা,শীতকালীন পিঠা, মসলিন, জামদানি, ক্রাফটস, শো-কেজিং পণ্য, বাঁশ বেতের পণ্য, গহনা, হাতের তৈরী পার্লারের প্রসাধনী, শীতকালীন বস্ত্র,ফটোগ্রাফি, এসেছে। আমরা বরাবরই এমন আয়োজনের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে চাই৷