ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

২৪ ঘন্টার মধ্যে হল খুলে দেওয়ার আল্টিমেটাম বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৪ অগাস্ট ২০২৪ ০৮:৩৮:০০ অপরাহ্ন | শিক্ষা
সার্বিক নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি ) আবাসিক হলসমূহ খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই যে, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দেওয়ার জন্য প্রসাশনকে অনুরোধ জানাচ্ছি। যদি এই সময়ের ভিতর হল খুলে না দেওয়া হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজ দায়িত্বে হলে ঢোকার ব্যবস্থা করতে বাধ্য হবো।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান,আমরা শিক্ষার্থীরা বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই হল খুলে দিতে আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে হল না খোলা হলে আমরা সবাই হলে উঠব।’
 
উল্লেখ্য, গত ১৮ জুলাই বিকাল  ৪ টার মধ্যে পুরুষ শিক্ষার্থী ও ১৯ জুলাই সকাল ১০ টার নারী শিক্ষার্থীদের  হল ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য তাড়া দেয় হল প্রশাসন। এমনকি, অনেক শিক্ষার্থীর কোথাও যাওয়ার জায়গা না থাকলেও তারা হলে থাকতে পারবে না মর্মে ঘোষণা করা হয়ে। এতে শিক্ষার্থীরা চরমভাবে শঙ্কার মধ্যে পড়ে। তবে,বিদেশী শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়।