১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। সংস্কার চলমান থাকবে সাথে সাথে আওয়ামী দোসরদের কে রাষ্ট্রের প্রত্যেকটি কেন্দ্র থেকে বের করতে হবে।
তিনি আরও বলেন, আজকে তারা সচিবালয়ে আগুন দিয়েছে, আওয়ামী লীগ রাজনীতিতে ব্যর্থ হয়ে তারা ধ্বংসের পথ বেছে নিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে ১২ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন লায়ন ফারুক রহমান।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আগামী জুন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য মো. আখতারুজ্জামান, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, কুমিল্লা জেলা লেবার পার্টির সভাপতি মো. খোরশেদ, বাংলাদেশছাত্র মিশনের সহ-সভাপতি মো. শামীম আহমেদসহ আরও অনেকে।
বায়ান্ন/আরএইচ/পিএইচ