ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ইসরাইলে রাষ্ট্রদূত নিয়োগ দিল তুরস্ক

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ ১১:৫৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

ইসরাইলে নতুন রাষ্ট্রদূত হিসেবে সাকির ওজকানকে নিয়োগ দিয়েছে তুরস্ক। ইসরাইল ইরিত লিলিয়ানকে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পর নিজেদের রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল তুরস্ক। 

 

সাকির ওজকান ২০১০-১৪ সাল পর্যন্ত জেরুজালেমে কনস্যুল জেনারেল ও ফিলিস্তিনে তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। 

গত ১৯ সেপ্টেম্বর ইসরাইল তাদের রাষ্ট্রদূতের নাম প্রথম ঘোষণা করে। ২০১৮ সালের পর যা প্রথম। 

ইরিত লিলিয়ান নামে যাকে ইসরাইল তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে তিনি ইসরাইল-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করতে বড় ভূমিকা রেখেছেন বলে ধারনা করা হয়।

লিলিয়ান নামে এই নারী কূটনীতিক গত দুই বছর ধরে তুরস্কে ইসরাইলের চার্জ ডি-অ্যাফেয়ার্স হিসেবে কাজ করছেন। তিনি ২০১৫-২০১৯ সাল পর্যন্ত বুলগেরিয়ায় ইসরাইলের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

গত আগষ্টে চার বছরের মধ্যে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার ব্যাপারে সম্মত হয় ইসরাইল-তুরস্ক।

ফিলিস্তিন বিষয় নিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তুরস্কের মধ্যে সম্পর্কে অবনতি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আবার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে তারা। 

সূত্র: ডেইলি সাবাহ