ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১
পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট

নাঈমকে হারিয়ে শোকে বাকরুদ্ধ স্বজনরা

এম. এমরান পাটোয়ারী, ফেনী | প্রকাশের সময় : রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ০৩:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে গাজীপুরের শ্রীপুরে তিনজন নিহতের একজন ফেনী শহরের মাষ্টারপাড়ায় বসবাসরত নাঈম হোসাইন। সে ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোতাহার হোসেন শাহীনের ছেলে। নাঈমের আকস্মিক মৃত্যুতে স্বজনরা বাকরুদ্ধ। 

ফেনী শহরের মাষ্টারপাড়ায় নিহত নাঈমের বাসায় শনিবার বিকেলে আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা এসে তার পরিবারকে সান্ত্বনা দিতে দেখা গেছে। 

প্রতিবেশীরা জানায়, নিহত নাঈম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে ২০১৯ সালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

নাঈমের জেঠাতো বোন সুরভী বলেন, আমার এ মুহূর্তে কথা বলার মত অবস্থায় নেই। আকস্মিক এমন ঘটনায় পুরো পরিবার শোকে স্তব্ধ। এতো তাড়াতাড়ি ভাইকে হারাবো কখনো ভাবিনি। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে নাঈম দ্বিতীয় সন্তান। তার বড় ভাই শারীরিকভাবে কিছুটা অসুস্থ। নাঈম খুবই নম্র-ভদ্র ও মেধাবী ছিল। ঘটনা শোনার পরপরই নাঈমের বাবা-মা মরদেহ আনার জন্য রওয়ানা দিয়েছেন। তাকে নিজ গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় দাফন করা হতে পারে। মরদেহ ফেনী পৌঁছালে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। 

নাঈমের প্রতিবেশী ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১৪ বছর তাদের বাসায় ভাড়া ছিলাম। আমরা পাশাপাশি ফ্লাটে থাকতাম। নাঈমকে ছোট বেলা থেকেই দেখে আসছি, এতো ভদ্র ও বিনয়ী ছিল যা বর্ণনাতীত।  

এর আগে, শনিবার সকালে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির তিন শিক্ষার্থী নিহত হয়।

 

বায়ান্ন/এসএ