দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুর এর আয়োজনে ২৪ নভেম্বর-২০২৪ রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি দিনাজপুরের দশম সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
তিনি তার বক্তব্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার গুরুত্ব আরোপ করেন।
স্বাগত বক্তব্যে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অফিসার ও সভার সদস্য সচিব গৌতম কুমার সাহা জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা বলেন নিয়মিত খাদ্য ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান বলেন, মোবাইল কোর্ট অভিযানে পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করবে।
উক্ত সমন্বয় কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন- দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও তাদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা বেকারি মানিক সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সভায় যে সকল ব্যবসায়ী অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাত করছে তাদের দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলা হয়।
বায়ান্ন/প্রতিনিধি/একে