ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

এবার গণভবনে যাচ্ছেন রওশন, জি এম কাদেরের থাকা নিয়েও গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০২:১৬:০০ অপরাহ্ন | রাজনীতি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আজ সোমবার সন্ধ্যায় গণভবনে যেতে পারেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। একই বৈঠকে থাকতে পারেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

 

রওশন এরশাদের গণভবনে যাওয়ার বিষয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাওয়ার কথা রওশন এরশাদের। কিন্তু সময় এখনও চূড়ান্ত হয়নি। তবে জি এম কাদের থাকবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, জি এম কাদের থাকবেন কি না তা আমার জানা নেই।

 

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক নেতা বলেন, জি এম কাদেরকেও গণভবনে যেতে বলা হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মধ্যে যে টানাপোড়ন চলছে এই বৈঠকে তার ইতি ঘটতে পারে।

 

তবে জি এম কাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল ইসলাম বলেন, জি এম কাদের গণভবনে যাবেন কিংবা তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এরকম তথ্য সঠিক নয়।