ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়ায় খুচরা দোকানে সয়াবিন তেলের কৃত্রিম সংকট

কুষ্টিয়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শুক্রবার ২২ এপ্রিল ২০২২ ০২:১৫:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য


আর কত টাকা লাভ করলে ক্ষান্ত হবে ব্যবসায়ীরা? সাধারন ক্রেতাকে জিম্মি করে অধিক মুনাফা করা এদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি অভ্যাসে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে কারনে অকারনে দাম বাড়ানো একটি সাংস্কৃতিতে পরিনত করেছে ব্যবসায়ী। ঈদের পর সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাবে এমন গুজবে কুষ্টিয়ার খুচরা দোকানে হঠাৎ সয়াবিন তেলের বোতল উধাও হয়ে যাচ্ছে। খোলা তেলের দাম বেশী হওয়ায় অনেক খুচরা ব্যবসায়ী বোতলের তেল খুচরা হিসেবে বিক্রি করছে। পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের চাহিদা এমনিতেই একটু বেশী থাকে এর উপর কৃত্রিম সংকটের কারনে অনেক ক্রেতা দোকান দোকান ঘুরেও সয়াবিন তেলের কাঙ্ক্ষিত বোতল পাচ্ছে না। এ বিষয়ে চৌড়হাসের ব্যবসায়ী সিলাজ জানান, "কোম্পানিগুলো তেল দিচ্ছে তবে সেগুলো কুষ্টিয়া বড় বাজার পাইকারী ব্যবসায়ীরা কিনে গোডাউনজাত করে রাখছে। আমাদের খুচরা বিক্রেতাদের কাছে কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেখাও করছে না। দোকানে যে কয়টা সয়াবিন তেলের বোতল আছে এগুলো ফুরিয়ে গেলে বেশী দামে কিনে এনে বিক্রি করা লাগবে বলে মনে হচ্ছে। " এদিকে একটি প্রতিষ্ঠিত তেল কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বড় বাজার পাইকারী দোকানের চাহিদা মিটিয়ে যা থাকছে সে টুকু অনান্য দোকানে দিচ্ছি। সাধারন ক্রেতারা জানান, "কুষ্টিয়া প্রশাসনের উচিত দ্রুত কুষ্টিয়া বড় বাজার পাইকারী দোকানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধ মজুদ কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করতে হবে।"