ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখা : চট্টগ্রামে গ্যাস সংকট

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শনিবার ১৩ মে ২০২৩ ০৮:১৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে। অন্তত সাতদিনের মতো এই সংকট থাকবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। 

 

এ বিষয়ে শনিবার (১৩ মে) সন্ধ্যায় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৯ মে পর্যন্ত এই সংকট থাকবে। তারপর গ্যাস সংকটে কেটে যাবে আশা করা যাচ্ছে।

এদিকে গ্যাস সংকটের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরের চান্দগাঁও, বাকলিয়া, আন্দরকিল্লা ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। 

আন্দরকিল্লা এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, শনিবার সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। একদিকে ঘূর্ণিঝড়ের কারণে তীব্র লোডশেডিং আর অন্যদিকে গ্যাস সংকট। বসবাস করা কষ্টকর হয়ে যাচ্ছে।