কক্সবাজারের চকরিয়ায় সড়কে ব্যারিকেড় দিয়ে ডাকাতির ঘটনায় মো. হাসান (৪০) নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিরিঙ্গা-বাঘগুজারা সড়কে বেতুয়াবাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. হাসান পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার নুরুচ্ছমদ এর ছেলে ও সাবেক সেনা সদস্য।
জানা যায়, চকরিয়া পৌরশহরের এক আত্মিয়ের বিয়ের অনুষ্টান শেষে মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন মো. হাসান। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেতুয়াবাজার ব্রীজের আগে পূর্ব থেকে ওৎপেতে থাকা সিএনজি ভর্তি ডাকাত দল মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় ডাকাত দল পকেটে থাকা মোবাইল ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নেয়। বাধাঁ দেওয়ায় ডাকাত দল দা দিয়ে কুপিয়ে হাসানকে গুরুতর আহত করে। পরে ফাঁকা গুলি ছোড়ে ডাকাত দল পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদূল জব্বার বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।