ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

চক্ষু রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে গ্রামীণ চক্ষু হাসপাতাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৩ জানুয়ারী ২০২২ ০৪:১৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চোখের সমস্যা নিয়ে দেশের আনাচকানাচে ধুঁকছে অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই উন্নত চিকিৎসার সুযোগ। তবে এবার আধুনিক যন্ত্র ব্যবহার ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
 
হাসপাতালটির সেবার মান ও  সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের কর্ণধার ডা.ওমর ফারুক।
 
উন্নত চিকিৎসা সেবা দিতে উওর ও দক্ষিণ চট্টগ্রামের রোগীদের ভোগান্তি পোহাতে
গতকাল গ্রামীণ চক্ষু হাসপাতাল উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‍্যাব-৭ এর এডিশনাল এসপি মো.আবুল খায়ের। 
 
এসময় আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-৭ এর আরএমও ডা.মো.শফিকুল ইসলাম,কাউন্সিলর মো.নুরুল আমীন,ডা.মাহবুবুর রহমান বাবুল, আবু জাফর, টি আই মো.মোশাররফ হোসেন।
 
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ৪০০ সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে এবং ২০ জন হতদরিদ্র রোগীকে ফ্রি অপারেশন  করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।