![](https://dainikbayanno.com/storage/masud-photo-120225.jpg)
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানার ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় ডিজে ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে ৭০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ইয়াকুব ট্রেড সেন্টারের ৭ম তলায় অশ্লীল কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের হেফাজত থেকে ৭০ ক্যান অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে সংশ্লিষ্ট ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ