ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে লরির নিচে প্রাইভেটকার, অলৌকিকভাবে বাঁচলেন ৬ যাত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০১:২৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি লরি উল্টে পড়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন চালকসহ ৬ যাত্রী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি লরি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন। খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চাপাপড়া প্রাইভেটকারের ভেতরে থাকা মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।