জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো মুনির হোসেন তালুকদার।
রোববার (১১ আগস্ট) বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিভাগীয় সভাপতি হিসেবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সকলের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ড. মো মুনির হোসেন তালুকদার। তিনি বলেন, বিভাগের সকলে যাতে আন্তর্জাতিক ও দেশীয় প্রয়োজনে অবদান রাখতে পারে সেভাবেই আমাদের গড়ে উঠতে হবে। নতুন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতিতেও আধুনিকায়ন করতে হবে। আমাদের বিভাগের লাইব্রেরি, সেমিনারসহ সকল ক্ষেত্রেই আমাদের উন্নয়ন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সাধ্যানুযায়ী সহায়তা করা হবে বলেও জানান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাবির দর্শন বিভাগের শিক্ষার্থীরা উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছে। তারা কখনো বৈষম্য মেনে নেয় নি সামনেও নিবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধা এবং শহীদদের আত্নার মাগফিরাত কামনা করছি। বৈষম্যমুক্ত বিভাগ গঠনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যেই আমরা বিভাগীয় সংসদ নির্বাচন দেয়ার চেষ্টা করব। আমি চাই সকল শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের বিভাগের উন্নয়ন সাধন করতে।
প্রসঙ্গত, অধ্যাপক মুনির হোসেন তালুকদার ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। ২০১৫ সালে তিনি অধ্যাপক হিসেবে পদন্নোতি লাভ করেন।