ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

জাবি সাইন্স ক্লাবের দুইদশক উদযাপিত

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৮ অগাস্ট ২০২৪ ১১:১৪:০০ পূর্বাহ্ন | শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাবের (জেইউএসসি) দুইদশক পূর্তি উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক এই সংগঠনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
 
শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে কেক কাটার মাধ্যমে উদযাপন শুরু করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাবি সাইন্স ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আল মামুন। জাবি সাইন্স ক্লাবের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান লিমন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী সংগঠনটি ২০০৫ সালের ১৭ আগস্ট কিছু বিজ্ঞানপ্রেমী তরুণের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন কামাল পাশা, আবদুল্লাহ আল মাসুদ, রুহুল আমীন, দীপা, এবং মিজানুর রহমান আকাশ। প্রাথমিকভাবে ক্লাবের সদস্য সংখ্যা কম ছিল, তবে বর্তমানে এটি ৩১ জন কার্যকরী সদস্য, ৮৭ জন নিবন্ধিত সদস্য এবং প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম চালাচ্ছে।
 
এসময় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সবুজ সরকার শুভ বলেন, ক্লাবের একযোগ পূর্তিতে ব্যান্ডপার্টি এনে অনেক আনন্দ করেছিলাম। এরপর থেকে শোকের মাসের দোহাই দিয়ে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পারছি তাই ভীষণ ভালো লাগছে। সায়েন্স ক্লাব করার কারণে অনেক পরিচিতি বেড়েছে। প্রত্যন্ত এলাকা থেকে ওঠে আসায় ঠিকভাবে কথা বলতে পারতাম না। এখন পারি শুধু ক্লাবের সাথে যুক্ত থাকার কারণে। এসময় তিনি উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি কোনো একটি সংগঠনের সাথে যুক্ত থাকার পরামর্শ দেন। 
 
ক্লাবের বর্তমান সভাপতি তারেক মাহমুদ বলেন, আমরা আগে শোকের মাস আগস্টে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারতাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যমে এক নতুন বাংলাদেশের সূচনাপর আজকে আমরা বহুবছর পর কোনরকম প্রশাসনিক বাধা ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। শিক্ষার্থীদের নৈতিক আন্দোলনের বিপক্ষে যুক্ত সকল দুষ্কৃতিকারী শিক্ষক ও সদস্যকে ইতোমধ্যে অব্যাহতি দিয়েছি।
 
তিনি আরও বলেন বলেন, হাটি হাটি পা পা করে দীর্ঘ দুই দশকের গৌরবময় যাত্রা সম্পন্ন করলো সায়েন্স ক্লাব। এ মাহেন্দ্রক্ষণে জাবি সায়েন্স ক্লাবের সাবেক, বর্তমান সদস্য এবং উপদেষ্টা সহ সকল শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুর দিকে ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে সায়েন্স ক্লাব জাতীয় পর্যায়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান উৎসব, গণিত অলিম্পিয়াড, গবেষণা বিষয়ক কর্মশালা আয়োজ করে থাকে। এছাড়া, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে থাকে। জাবি সায়েন্স ক্লাবের এমন বৈচিত্রময় কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ, সভাপতি শাকিল ইসলাম, সহ সভাপতি নাফিউল আল্যম অয়ন ক্লাবের বর্তমান সহ সভাপতি তাসনিমা আক্তার তাশিন, রাফিদ হাসান রাজন, যুগ্ম সাধারন সম্পাদক শাফিউজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হক, কোবায্যক্ষ মো. সৌরভ, আইটি সম্পাক রাজিব রায়হন সম ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।